Pre-loader logo

অবশেষে দারুণ সুখবর দিলেন মোহাম্মদ রফিক। নতুন ক্রিকেট একাডেমিতে আজীবনের জন্য যোগ দিচ্ছেন তিনি

অবশেষে দারুণ সুখবর দিলেন মোহাম্মদ রফিক। নতুন ক্রিকেট একাডেমিতে আজীবনের জন্য যোগ দিচ্ছেন তিনি

অনেক পরিশ্রম করেছেন মোহাম্মদ রফিক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই মহাতারকা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কাজ করতে চেয়েছিলেন তিনি। বারবার ক্রিকেট বোর্ডের দরজায় কড়া নাড়লো শেষ পর্যন্ত তার চাকরি হয়নি। মনের ভেতর অনেক ক্ষোভ জমে আছে মোহাম্মদ রফিকের। নিঃসন্দেহে মোহাম্মদ রফি বাংলাদেশের একজন কিংবদন্তি স্পিনার।

অনেকবারই বাংলাদেশের বয়স ভিত্তিক দলের কোচ হওয়ার জন্য আবেদন করলেও বিসিবি তাতে সাড়া দেয়নি। কিন্তু অবশেষে সাড়া দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউজ “বসুন্ধরা গ্রুপ”। বাংলাদেশের নতুন একটি ক্রিকেট একাডেমি করতে যাচ্ছে এই প্রতিষ্ঠানের। আজ সেখানে দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ রফিক।

শুক্রবার রাতে বাংলাদেশের স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে ইউটিউব লাইভে এই কথা জানিয়েছেন মোহাম্মদ রফিক। বসুন্ধরা গ্রুপ থেকে ওই একাডেমী শুভেচ্ছা দূত হওয়ার জন্য মোহাম্মদ রফিক কে প্রস্তাব দেয়া হয়েছে।

গতকাল রাতে তিনি বলেন, ” ‘সত্যি কথা কি! ১২ বছর হয়ে গেল, বিসিবিতে কিছু হলো না। জানি না আল্লাহ কত দিন হায়াত দিবেন। এখন আমি এ বছর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হিসেবে কাজ করছি, নিজে ‘ফ্রাইডে ক্রিকেট’ খেলছি।’

‘বসুন্ধরা একটি বড়সড় প্রকল্প হাতে নিয়েছে। বসুন্ধরার মালিক শাহ আলম সাহেবের ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, তারা নিজ উদ্যোগে একটি স্টেডিয়াম নির্মাণ করবেন। একটি ক্রিকেট একাডেমিও তৈরি করা হবে। পাশাপাশি ইশতিয়াকের (বসুন্ধরার স্বত্বাধীকারি শাহ আলমের বড় ভাই সাবেক হকি তারকা ও হকি ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুস সাদেকের ছেলে ও ক্রিকেট সংগঠক) সঙ্গেও কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন, আমরা এখানে একাডেমি করব, তাতে আপনি শুভেচ্ছাদূত হিসেবে থাকবেন। আজীবন কাজও করে যাবেন নিজের মত করে। আমি তাদের প্রস্তাব পেয়ে খুব খুশি। রাজি হয়েছি।’

‘কারণ অনেক দিন তো হলো, ১২ বছর পার করে ফেললাম। বোর্ডে কোচের চাকরির আশা ছেড়ে দিয়েছি। এখন আগামীতে বসুন্ধরার ক্রিকেট একাডেমি কেন্দ্রিক চিন্তা ভাবনাই করছি। বসুন্ধরার ঐ ক্রিকেট একাডেমি নিয়েই স্বপ্নের জাল বুনছি।’

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.