অ্যাম্বুল্যান্স উপহার

মাশরাফি বিন মর্তুজা নিজের নামে গড়ে তুলেছেন একটি দাতব্য প্রতিষ্ঠান ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’। এবারের বিপিএলের খেলা মাঠে গড়ানোর আগেই নড়াইলবাসীর জন্য একটি অ্যাম্বুল্যান্স চেয়েছিলেন মাশরাফি। রংপুর রাইডার্সকে শিরোপা জেতানোর পর শিরোপাজয়ী অধিনায়কের ইচ্ছাপূরণে এগিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। রংপুর রাইডার্সের পক্ষ থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে একটি অ্যাম্বুল্যান্স। নড়াইল ডায়াবেটিক হাসপাতালের জন্য এটি মূলত ব্যবহৃত হবে। তবে জরুরি প্রয়োজনে চাইলে অন্যরাও অ্যাম্বুল্যান্সটির সেবা নিতে পারবে।