Pre-loader logo

আইসিসিবিতে ব্যাংক এশিয়ার এটিএম বুথ

আইসিসিবিতে ব্যাংক এশিয়ার এটিএম বুথ

রাজধানীর কুড়িলসংলগ্ন উৎসব ও সম্মেলন ভেন্যু ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১১৮তম অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ চালু করেছে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। গতকাল রবিবার সকালে বুথটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরফান আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, আইসিসিবির হেড অব অপারেশন এম এম জসিম উদ্দীন প্রমুখ।
উদ্বোধনকালে ব্যাংক এশিয়ার এমডি এটিএম বুথটি ঘুরে দেখেন এবং এটিকে আরো বেশি গ্রাহকবান্ধব করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, আইসিসিবিতে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান, সেমিনার বা মেলার আয়োজন থাকে। আর এসব অনুষ্ঠানে অনেক দর্শনার্থীর সমাগম ঘটে। আগত এসব দর্শনার্থীর নগদ টাকার প্রয়োজন মেটানোর জন্যই এই বুথটি চালু করা হয়েছে।
উপস্থিত অতিথিদের নিয়ে মোনাজাতের মাধ্যমে ব্যাংক এশিয়ার নতুন এই বুথটির সমৃদ্ধি কামনা করা হয়।

Copyright © 2022 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.