Pre-loader logo

আগামীকাল শেষ হচ্ছে বসুন্ধরা পেপার মিলের আইপিও আবেদন

আগামীকাল শেষ হচ্ছে বসুন্ধরা পেপার মিলের আইপিও আবেদন

নিজস্ব প্রতিবেদক: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা বসুন্ধরা পেপার মিলসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল। জানা গেছে, বিভিন্ন ব্রোকারেজ হাউজের মাধ্যমে এ আইপিওতে প্রতিদিনই আশানুরূপ আবেদন জমা পড়ছে।
ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট অফ প্রাইস ৮০ টাকায় ইলিজিবল ইনভেস্টরদের (ইআই) কাছে আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে বসুন্ধরা পেপার। প্রতিষ্ঠানটির কোনো প্লেসমেন্ট শেয়ার বিক্রি করেনি।
এদিকে কোম্পানিটির ১০০টি শেয়ারে লট ধরা হয়েছে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা প্রতি লটে সাত হাজার ২০০ টাকায় আইপিও আবেদন করতে পারবেন। বিষয়টি জানতে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুর রহমান বলেন, এই আইপিওতে এখন পর্যন্ত কতগুণ আবেদন জমা পড়েছে তা এখনও বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি, প্রতিষ্ঠানটির শেয়ারের জন্য আবেদনকারীদের ভালো সাড়া পাব।
প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে দুই কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে কাট অফ প্রাইস বা ৮০ টাকা দরে এক কোটি ৫৬ লাখ ২৫ হাজার শেয়ার ইলিজিবল ইনভেস্টরদের কাছে ১২৫ কোটি টাকায় ইস্যু করা হবে। বাকি এক কোটি চার লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার কাট অফ প্রাইসের ১০ শতাংশ কমে ৭২ টাকা করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০০ কোটি টাকায় বিক্রি করা হবে।
এর আগে আইপিওর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে ২০১৬ সালের ৩০ জুন রোড শোর আয়োজন করে বসুন্ধরা পেপার। পরে ২০১৭ সালের আগস্টে কাট অফ প্রাইস নির্ধারণের জন্য বিডিংয়ের অনুমোদন পায় কোম্পানিটি। বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের পর গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় বিনিয়োগকারীদের কাছে বসুন্ধরা পেপারের শেয়ার ইস্যুর অনুমোদন দেয় বিএসইসি।
প্রতিষ্ঠানটির প্রসপেক্টাসে দেওয়া তথ্যানুযায়ী, আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কারখানার অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, স্থাপনা ও ভূমি উন্নয়ন বাবদ ১৩৫ কোটি, ঋণ পরিশোধ বাবদ ৬০ কোটি এবং বাকি পাঁচ কোটি টাকা আইপিও প্রক্রিয়ার ব্যয়নির্বাহে খরচ করবে বসুন্ধরা পেপার। ৩০ জুন, ২০১৬ পর্যন্ত কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৬ পয়সা। সম্পদ মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৪৯ পয়সা।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.