আন্তর্জাতিক পুরস্কার পেল বসুন্ধরা গ্রুপ

আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বসুন্ধরা গ্রুপ। যুক্তরাজ্যভিত্তিক অর্থ ও ব্যবসাবিষয়ক সাময়িকী দ্য গ্লোবাল ইকোনমিকসের বিবেচনায় চলতি বছর ‘সেরা বিজনেস কনগ্লোমারেট গ্রুপ’ নির্বাচিত হয়েছে এই শিল্প গোষ্ঠী।
বসুন্ধরা গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সম্প্রতি দ্য গ্লোবাল ইকোনমিকস ২০২১ সালে আর্থিক খাতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। সেখানে সেবা বিজনেস কনগ্লোমারেট গ্রুপ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে বসুন্ধরা।
সৃজনশীল উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক আর্থিক খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবং সম্মান জানাতে প্রতি বছর ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড ঘোষণা করে এই সাময়িকী। আর্থিক খাতের পাশাপাশি স্বাস্থ্য, ব্যাংকিং, বীমা, আবাসন, প্রযুক্তি, নেতৃত্বসহ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করে থাকে সাময়িকীটি।