Pre-loader logo

ইসলামী ব্যবস্থায় পরিচালিত ব্যাংকগুলোর অবস্থাই ভালো

ইসলামী ব্যবস্থায় পরিচালিত ব্যাংকগুলোর অবস্থাই ভালো

গতানুগতিক ব্যবস্থায় চলা ব্যাংকগুলোর তুলনায় ইসলামী ধারায় পরিচালিত ব্যাংকগুলোর অবস্থা ভালো বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল শনিবার সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গ্রাহক সমাবেশে তিনি এ অভিমত দেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এসআইবিএল অনুষ্ঠানটির আয়োজন করে।
দেশের ব্যাংক খাতে বড় সমস্যা রয়েছে উল্লেখ করে আহমেদ আকবর সোবহান তাঁর বত্তৃদ্ধতায় বলেন, ‘শুধু পুরনো নয় নতুন ব্যাংকগুলোর মধ্যেও তিন-চারটির অবস্থা খুবই নাজুক। তবে এর মধ্যেও যেসব ব্যাংক ইসলামী ব্যাংকিং করছে সেগুলোর অবস্থা এখনো ভালো। ইসলামী ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার সবচেয়ে কম।’ এসআইবিএলের নতুন পর্ষদকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে যারা ব্যাংকটির দায়িত্ব নিয়েছেন এবং পর্ষদে আছেন, তাঁরা সুপ্রতিষ্ঠিত। আশা করি, এই ম্যানেজমেন্ট ভালো কাজ করবে। তবে মনে রাখতে হবে, প্রতিষ্ঠার সময়ে কয়েকজন উদ্যোক্তা মিলে ব্যাংকটি গড়ে তুললেও ব্যাংকের সব টাকাই জনগণের। সুতরাং তাদেরকে আরো ভালো সেবা দেওয়ার কথা সব সময় ভাবতে হবে।’
দেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান এসআইবিএলের ব্যাংকিং কার্যক্রমের প্রশংসা করে বলেন, ব্যাংকটি শুধু সুদিনে নয়, দুর্দিনেও গ্রাহকের পাশে থাকে। তিনি
নিজেও একসময় ব্যাংকটির পরিচালনার দায়িত্বে ছিলেন এবং ব্যাংকটির একটি খারাপ অবস্থা থেকে তুলে আনতে কাজ করেছেন বলে জানান।
অনুষ্ঠানে এসআইবিএলের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘দেশে অনেকগুলো বেসরকারি ব্যাংক রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভালো করছে ইসলামী ধারার ব্যাংকগুলো। আকারের দিক থেকে যদি বলি সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা গ্রাহকদের আস্থা নিয়ে ভবিষ্যতে ইসলামী ব্যাংক বাংলাদেশের পাশাপাশি অবস্থানে যেতে চাই। আমরা সম সময় আমাদের গ্রাহকদের প্রাধান্য দিয়ে ব্যাংক পরিচালনা করে এসেছি এবং ভবিষ্যতেও করতে চাই।’
আল-আরাফা ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা সুদমুক্ত একটি ব্যাংকব্যবস্থা গড়ে তুলে দেশের অর্থনীতির উন্নয়ন সাধন করতে চাই। এই ধারাতেই ইসলামী ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে। যে কারণে এত সমস্যার মধ্যেও ইসলামী ধারার ব্যাংকগুলো ভালো করছে।’
এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী তাঁর শুভেচ্ছা বত্তৃদ্ধতায় বলেন, ‘আমরা ত্রিমুখী ব্যাংকিং করে যাচ্ছি, একই সঙ্গে ফরমাল, নন-ফরমাল ও ভলানটিয়ার ব্যাংকিং। আমরা আমাদের গ্রাহকদের একটি প্রযুক্তিনির্ভর ব্যাংকব্যবস্থা উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে কেক কেটে এসআইবিএলের ২২ বছর পূর্তি উদ্যাপন করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, এসআইবিএলের পরিচালনা পর্ষদ সদস্যরা, সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রহকরা মিলে কেক কাটেন।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.