কঠোর পরিশ্রম করে বহুমুখী শিল্পের প্রসার ঘটিয়েছেন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, শিল্পপতি নুরুল ইসলাম ছিলেন একজন সফল শিল্পোদ্যোক্তা। তিনি কঠোর পরিশ্রম করে বহুমুখী শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়েছেন। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হাজারও মানুষের কর্মসংস্থান করেছেন। এ কারণে তিনি কর্মজীবী ও মেহনতি মানুষের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন। তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।