কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক সৈয়দপুরের মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্সের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার সিটি সেন্টারে গত বৃহস্পতিবার এ উপলক্ষে এক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের হেড অব ডিভিশন মো. খন্দকার কিংশুক হোসেন। মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. ইউসুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে আরো উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লাহ্, ব্র্যান্ড ম্যানেজার মো. শামীম আল-মামুন, রংপুর অঞ্চলের ডেপুটি সেলস ম্যানেজার শাহ্ মো. মাহমুদ হাসান। অনুষ্ঠানে মোট ২৩ জন সেরা বিক্রেতাকে এবং দুজন সর্বোচ্চ ব্যবহারকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারের মধ্যে মোটরসাইকেল, সোনার চেইন ছাড়াও ছিল ওয়ালটন রেফ্রিজাটের।