Pre-loader logo

চট্টগ্রামে বসুন্ধরার দুই প্রকল্পে শুরুতেই বিনিয়োগ ১৬,০০০ কোটি টাকা

চট্টগ্রামে বসুন্ধরার দুই প্রকল্পে শুরুতেই বিনিয়োগ ১৬,০০০ কোটি টাকা

দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর বলেছেন, বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের জন্য বসুন্ধরা গ্রুপ সব সময় পাশে থাকবে। এরই মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কয়েকটি মেগা প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পে প্রথম পর্যায়ে বিনিয়োগ হবে ১৬ হাজার কোটি টাকা। আর কর্মসংস্থান হবে ৩৫ হাজার থেকে ৪০ হাজার মানুষের। উন্নয়নে পাল্টে যাবে চট্টগ্রাম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সায়েম সোবহান আনভীর এ কথা বলেন।
এর আগে সিটি মেয়রের কার্যালয়ে সাক্ষাৎকালে মেয়র নাছির চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন তথ্য এবং নিজের উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়াদি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের কাছে তুলে ধরেন। সায়েম সোবহান আনভীর চট্টগ্রামের উন্নয়নে নানা পরিকল্পনার বিষয়ে অবগত হয়ে বসুন্ধরা গ্রুপও চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এমডি সায়েম সোবহান আনভীর আরো বলেন, দেশ ও মানুষের লাভ হবে—এমন সব কাজে বসুন্ধরা গ্রুপ সব সময় পাশে থাকবে।
সিটি মেয়র নাছিরকে ‘ডায়নামিক’ মেয়র হিসেবে আখ্যায়িত করেন বসুন্ধরা গ্রুপের এমডি।
সৌজন্য সাক্ষাতের পর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক। আজ বসুন্ধরা গ্রুপের এমডি চট্টগ্রামে এসেছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। বসুন্ধরা দেশের শীর্ষস্থানীয় গ্রুপ, করপোরেট হাউস। দেশের আবাসন থেকে শুরু করে বিভিন্ন খাতে বসুন্ধরা গ্রুপ প্রচুর বিনিয়োগ করছে। এতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’
বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের উদ্দেশে চট্টগ্রামের সিটি মেয়র আরো বলেন, ‘আমি উনাকে (সায়েম সোবহান আনভীর) অনুরোধ করেছি চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ করার জন্য, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য। উনি আমাকে চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবেন বলেছেন। এরই মধ্যে বসুন্ধরা গ্রুপ চট্টগ্রামে অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছে। সেগুলো বাস্তবায়নে সিটি করপোরেশনের সহযোগিতা চাইছেন। আমরা চট্টগ্রামের স্বার্থে সেই প্রকল্পগুলোতে বসুন্ধরা গ্রুপকে সর্বাত্মক সহযোগিতা করব বলে আশ্বস্ত করেছি।’
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে উদ্দেশ করে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর বলেন, ‘মেয়র (নাছির) হওয়ার আগে থেকে ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক ছিল। উনার সঙ্গে আত্মার সম্পর্ক রয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বসুন্ধরা গ্রুপের এমডি বলেন, ‘আপনারা জানেন চট্টগ্রামের উত্তরে সীতাকুণ্ডে আমরা দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছি। বসুন্ধরা গ্রুপ সেখানে বৃহৎ পরিসরে অয়েল রিফাইনারি, টার্মিনাল নির্মাণ করবে। আরো প্রকল্প আছে, যা চট্টগ্রামবাসীর জন্য লাভজনক হবে। আমরা বসুন্ধরা গ্রুপ সব সময় চট্টগ্রামবাসীর পাশে আছি।’
চট্টগ্রামে বিনিয়োগে প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে চাইলে বসুন্ধরা গ্রুপের এমডি বলেন, ‘আপাতত প্রতিবন্ধকতা একটিই দেখছি, যানজট। মাস চারেক আগে আমি একটি অনুষ্ঠানে আসি। এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লেগে যায়। একটা দেশের উন্নয়নে সবার আগে দরকার কমিউনিকেশন। চার ঘণ্টা রাস্তায় লেগে গেলে কোনো কাজ এগোতে পারবে না। আমি মেয়রকে অনুরোধ করেছি রাস্তাঘাট ঠিক করেন। রাস্তার ওপর অনেক দোকানপাট। কিছুটা সমন্বয় করা গেলে সড়ক প্রশস্ত করা যায়। ডায়নামিক মেয়র থাকতে আমাদের ভরসা আছে। উনি পারবেন।’
প্রকল্প সম্পর্কে সায়েম সোবহান আনভীর বলেন, ‘বসুন্ধরা চট্টগ্রামে অয়েল রিফাইনারি, পেট্রোকেমিক্যাল প্লান্ট এবং বড় আকারের টার্মিনালের চিন্তা-ভাবনা করছে। প্রথম পর্যায়ে ১৬ হাজার কোটি টাকার যে দুটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাতে ৩৫ হাজার থেকে ৪০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এখানে বাংলাদেশের অনেক বড় প্রকল্প হচ্ছে। তাই মেয়র সাহেবকে আমরা অনুরোধ করেছি, শুধু সিটি করপোরেশন না, এর বাইরে এক্সট্রা অর্ডিনারি ফোকাস চাই। দেশে অনেক প্রকল্প হয়েছে। সাকসেসফুল (সফল) কয়টা হয়েছে দেখতে হবে। আমি কিন্তু অনেক প্রকল্প দেখেছি শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে।’
সায়েম সোবহান আনভীর বলেন, ‘বসুন্ধরা গ্রুপের ওপর আল্লাহর রহমতে দোয়া আছে। আমরা যা করেছি ভালোভাবে করেছি। দেশ ও মানুষ যাতে লাভবান হয় সেভাবে করতে হবে, তা ছাড়া করার দরকার নেই। সবার বেনিফিট যেটাতে হবে সেটা করতে হবে।’

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.