চট্টগ্রামে বসুন্ধরার প্রকল্পে ৪০ হাজার লোকের কর্মসংস্থান

চট্টগ্রামে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরার দুটি প্রকল্পে ৩০ থেকে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান। বৃহস্পতিবার বিকালে আন্দরকিল্লা এলাকায় চসিক ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, বসুন্ধরা গ্রুপের সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক। বসুন্ধরার এমডি চট্টগ্রামে এসেছেন। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। দেশের আবাসন থেকে শুরু করে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন বসুন্ধরা গ্রুপ। এতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমি উনাকে অনুরোধ করেছি, চট্টগ্রামে বিনিয়োগ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য। উনি চট্টগ্রামে বিনিয়োগ করবেন বলেছেন। এরই মধ্যে প্রকল্প নিয়েছেন। সেগুলো বাস্তবায়নে সিটি করপোরেশনের সহযোগিতা চাইছেন। আমরা চট্টগ্রামের স্বার্থে সেই প্রকল্পগুলোতে সহযোগিতা করব বলে আশ্বস্ত করেছি।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান বলেন, সীতাকু-ের দিকে আমরা দুটি প্রকল্প নিয়েছি। আপাতত প্রতিবন্ধকতা একটিই দেখছি, যানজট। আমি মেয়রকে অনুরোধ করেছি রাস্তাঘাট ঠিক করেন। প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বসুন্ধরা চট্টগ্রামে অয়েল রিফাইনারি, পেট্রো কেমিক্যাল প্লান্ট এবং বড় আকারে টার্মিনালের চিন্তা করছে। যে দুটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাতে ৩০ থেকে ৪০ হাজার লোকের কর্মসংস্থান হবে।