Pre-loader logo

চট্টগ্রামে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন

চট্টগ্রামে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন

১৫০ জন গৃহিণীর অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন। এ উপলক্ষে গতকাল নগরীর অভিজাত রেস্টুরেন্ট অ্যামব্রোসিয়ায় গৃহিণীদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন।’
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাস এই কর্মশালার আয়োজন করে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বসুন্ধরা এলপিজির হেড অব ডিভিশন সেলস মীর টিআই ফারুক রিজভী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা মর্জিনা আক্তার।
মীর টি আই ফারুক রিজভী বলেন, করপোরেট দায়বদ্ধতা থেকে বসুন্ধরা এলপি গ্যাস এ ধরনের কর্মশালার আয়োজন করে থাকে। ইতিমধ্যে দেশের ৩৩টি জেলায় এ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারজাত করা হয়, ফলে এর সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত হয়, যা অন্যান্য প্রতিষ্ঠানের সিলিন্ডার থেকে অনেক বেশি নির্ভরযোগ্য। তিনি এলপি গ্যাসের পরিচিতি, বৈশিষ্ট্য, নানা তথ্য-উপাত্ত, গ্যাসের চুলা ব্যবহারে সাবধানতার কৌশল ইত্যাদি সচিত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে নারীদের নিয়ে এই ধরনের সচেতনতামূলক কর্মশালা সত্যিই প্রশংসার দাবিদার। গৃহিণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই ক্যাম্পেইনের সার্থকতা।
অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে সেলস অ্যান্ড অ্যাক্টিভেশন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, স্থানীয় পরিবেশক, স্থানীয় কাউন্সিলর প্রমুখ।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.