Pre-loader logo

চট্টগ্রামে বসুন্ধরা এলপি গ্যাসের কর্মশালা

চট্টগ্রামে বসুন্ধরা এলপি গ্যাসের কর্মশালা

চট্টগ্রামের আগ্রাবাদের হোটেল অ্যামব্রোশিয়ায় ‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ স্লোগানে নিরাপদ নিবাস শীর্ষক সচেতনতামূলক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাস এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার। মূল বক্তব্য উপস্থাপন করেন বসুন্রা এলপিজির হেড অব ডিভিশন (সেলস) মীর টিআই ফারুক রিজভী। দীপা খন্দকার বলেন, বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহার খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ— এটা এ কর্মশালার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তেমনি কী কী ধরনের সতর্কতামূলক বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে তা-ও এখান থেকে আমরা শিখতে পারছি। এ শেখাটাই অনেক বড় ব্যাপার। বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে নারীদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। মীর টিআই ফারুক রিজভী বলেন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের চেয়ে দুই দশমিক ৬৫ মিলিমিটার বেশি পুরুত্বের স্টিল শিট দিয়ে বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডার তৈরি হয়। ফলে পরিবহন ও লোড-আনলোডের ঝাঁকুনি বা চাপ সিলিন্ডার সহজেই সহ্য করতে পারে। কর্মশালায় গৃহিণীদের সূর্যের আলো, বৃষ্টি বা তাপের মধ্যে সিলিন্ডার না রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ব্যবহারের পর বা খালি সিলিন্ডারের সেফটি ক্যাপ লাগিয়ে রাখা এবং ব্যবহারের পর রেগুলেটরের সুইচ বন্ধ রাখতে বলা হয়েছে। কুইজ পর্বে বিজয়ী হন রোকসানা আকতার, ফারজানা, ফারিয়া, সুমি ও তারিন। এর মধ্যে রোকসানা পেয়েছেন বসুন্ধরা এলপি গ্যাসের নতুন সিলিন্ডার। গ্যাসের সেলস অ্যান্ড অ্যাক্টিভিশন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পরিবেশক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার।
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর জেলা উপজেলা পর্যায়ে চতুর্থবারের মতো বসুন্ধরা এলপি গ্যাস ‘নিরাপদ নিবাস’ নামে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করে। এই ক্যাম্পেইনের উদ্দেশে পরিবেশবান্ধব এলপি গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট ও দোহারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের বাকি জেলায়ও এ ক্যাম্পেইন আয়োজন করা হবে।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.