চসিক মেয়রের সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডির সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর সৌজন্য সাক্ষাৎ করেছেন। দেশের বৃহত্তম শিল্প বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর বলেছেন, বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের জন্য বসুন্ধরা গ্রুপ সব সময় পাশে থাকবে। ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কয়েকটি মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। বৃহস্পতিবার বিকালে নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান এসব কথা বলেন।