চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ নিবাস ক্যাম্পেইন

‘এলপি গ্যাস ব্যবহারে প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো নিরাপদ নিবাস বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন। গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কাই ভিউ ইন হোটেলের সম্মেলন কক্ষে বসুন্ধরা এলপি গ্যাস এই ক্যাম্পেইনের আয়োজন করে। সকালে এর উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাসের বিক্রয় বিভাগের প্রধান মীর টি আই ফারুক রিজভী। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা পপি। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মীর টি আই ফারুক রিজভী বলেন, করপোরেট দায়বদ্ধতা থেকেই ‘এলপি গ্যাস ব্যবহারে সুবিধা ও নিরাপত্তা বিষয়ে গৃহিণীদের সচেতন করতে দেশব্যাপী এমন কর্মশালার আয়োজন করছে বসুন্ধরা গ্রুপ। ইতিমধ্যে ৩০ জেলায় এই ক্যাম্পেইন শেষ হয়েছে।
তিনি আরো বলেন, গ্রামীণ এলাকায় বসুন্ধরা এলপি গ্যাসের সহজপ্রাপ্তি নিশ্চিত করতে আমরা কাজ করছি। এ গ্যাস নিরাপদ রাখতে ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারজাত করা হয়। অনুষ্ঠানের চিত্রনায়িকা পপি বলেন, বসুন্ধরা গ্রুপের সঙ্গে কাজ করে আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এলপি গ্যাস ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোকে যথাযথ মান নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। এ ছাড়া রান্নার সময় গৃহিণীদের স্বাস্থ্যহানির বিষয়গুলো থেকে রক্ষার উপায়গুলোও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে কুইজ ও র্যাফল ড্র বিজয়ী ১৫ জন গৃহিণীর হাতে পুরস্কার তুলে দেন পপি।