Pre-loader logo

জয়ে ফিরেছে শেখ রাসেল

জয়ে ফিরেছে শেখ রাসেল

চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল। তলানির দল ফরাশগঞ্জকে হারিয়েছে তারা ২-০ গোলে। নভেম্বরের মাঝামাঝি মুক্তিযোদ্ধার বিপক্ষে সর্বশেষ জয় ছিল শফিকুল ইসলাম মানিকের দলের। মাঝখানে চার ম্যাচের তিনটিই হেরেছে তারা। কাল জয়ে ফিরতে মরিয়া শেখ রাসেল প্রথম গোল পায় ম্যাচের ৪১ মিনিটে। ফজলে রাব্বির ওই গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান উত্তম বণিক।
গতকালের জয়ে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেখ রাসেল। ম্যাচের ৪১ মিনিটে রাব্বির গোল একক চেষ্টায়। বল নিয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করে বেরিয়ে আসেন এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে উত্তম বণিক ব্যবধান বাড়ান খালেকুজ্জামানের কর্নারে মাথা ছুঁইয়ে। শেষ পর্যন্ত ২-০ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। প্রথমার্ধে রাব্বিরই একটি জোরালো শট বিজেএমসি গোলরক্ষক ফিস্ট করে ফিরিয়ে না দিলে জয়টা আরো বড়ই হতে পারত রাসেলের।
অন্য ম্যাচে মোহামেডান ১-১ গোলে ড্র করেছে বিজেএমসির সঙ্গে। এ ড্রয়ে ১৭ ম্যাচে মোহামেডানের পয়েন্ট এখন ২৪।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.