ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাসের মাস্টার ডিস্ট্রিবিউশন পয়েন্ট উদ্বোধন

বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস ঝিনাইদহ ভুটিয়ারঘাটি বাইপাস রোডে মাস্টার ডিস্ট্রিবিউশন পয়েন্টের উদ্বোধন ও দোয়ার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ ডিভিশন, মার্কেটিং অ্যান্ড সেলস মীর টিআই ফারুক রিজভী।
এ ছাড়া ডিভিশনাল সেলস ইনচার্জ আব্দুল মান্নান এবং বসুন্ধরা এলপি গ্যাস মাস্টার ডিস্ট্রিবিউটর পয়েন্ট, ঝিনাইদহের প্রোপ্রিয়েটর কাজী কামাল আহমেদ বাবু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপই প্রথম দেশের কল্যাণে বেসরকারি খাতে এলপি গ্যাস উৎপাদন শুরু করে, ২০ বছর ধরে এলপি গ্যাস সিলিন্ডারের গুণমান বজায় রেখে কম্পানিটি ৪০ লাখ পরিবারের আস্থা অর্জন করেছে। আমরা এখন নিশ্চিত যে গ্রাহকরা আমাদের পণ্যগুলোতে আস্থা রেখেছে এবং রাখবে। গ্রাহকদের ঘরে ঘরে এলপি গ্যাস পৌঁছানোর জন্য দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে মাস্টার ডিস্ট্রিবিউটর পয়েন্ট আমরা স্থাপন করে যাচ্ছি। ঝিনাইদহ অঞ্চলের কেন্দ্রে এই মাস্টার ডিস্ট্রিবিউশন পয়েন্টটি আমাদের বৃহৎ পরিকল্পনারই অংশ।