দোহারে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ স্লোগান নিয়ে শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাস জেলা, উপজেলাপর্যায়ে নিরাপদ নিবাস নামে চতুর্থবারের মতো দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। দেশব্যাপী এ সচেতনতামূলক কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ও জয়পুরহাটে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে দোহারের রোজ ভিউ রেস্টুরেন্টে কর্মশালাটির প্রতিনিধিত্ব করেন বসুন্ধরা এলপিজির হেড অব ডিভিশন সেলস মীর টিআই ফারুক রিজভী। অনুষ্ঠানটির নতুন মাত্রা হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার। জনসচেতনতামূলক এই ক্যাম্পেইনে প্রায় ১০০ জন গৃহিণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পে সেলস অ্যান্ড অ্যাক্টিভেশন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় পরিবেশক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।