Pre-loader logo

‘নড়াইল এক্সপ্রেস’কে অ্যাম্বুলেন্স উপহার দিল রংপুর রাইডার্স

‘নড়াইল এক্সপ্রেস’কে অ্যাম্বুলেন্স উপহার দিল রংপুর রাইডার্স

এ বছরের সেপ্টেম্বরে মাশরাফির শহর নড়াইলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি ফাউন্ডেশন গঠন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি ‘নড়াইল এক্সপ্রেস’ ডাকনামেও পরিচিত। মূলত অনেকের অংশগ্রহণে নড়াইলের জনগণের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই পথচলা শুরু হয়েছে ফাউন্ডেশনটির। এবারের বিপিএল শুরুর আগে রংপুর রাইডার্স দলের অধিনায়ক মাশরাফি দলের মালিকপক্ষের কাছে সেই ফাউন্ডেশনের জন্য একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন। মাশরাফির নেতৃত্বে রংপুর বিপিএল শিরোপা ঘরে তোলার পর তার চাওয়া পূরণে খুব একটা সময় নেয়নি রাইডার্সদের মালিকপক্ষ বসুন্ধরা গ্রুপ। অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের হাতে। অ্যাম্বুলেন্স পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘বিপিএলের পঞ্চম আসর শুরুর আগেই রংপুর রাইডার্সের মালিক সাফওয়ান ভাই ও সিইও ইশতিয়াক ভাইয়ের কাছে আমি নড়াইলবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স চেয়েছিলাম। ফাইনাল খেলা শেষ হওয়ার পাঁচ দিনের মাথায় রংপুর রাইডার্স আমার তথা নড়াইলবাসীর কথাটি রাখল। অনেক সুবিধাবঞ্চিত রোগী সরাসরি এখন এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন।’

গঠিত হওয়ার কয়েক মাসের মধ্যেই নড়াইলে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। শহরের বেশ কয়েকটি স্থানে জনসাধারণের জন্য সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বেকার যুবকদের ঘরে বসে উপার্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরের দুটি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.