পাবনায় বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল

পাবনায় বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের নর্থ উইং হেড মো. আশিক আহমেদ, ডিভিশনাল সেলস ম্যানেজার মো. সোহেল রানা, এরিয়া সেলস ম্যানেজার মো. আজাদুর রহমান, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. শহিদ হাসানসহ পাবনা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে ডিলার, রিটেইলার, স্থানীয় প্রকৌশলী, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ দুই শতাধিক জন অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।