Pre-loader logo

প্রস্তুতিতে নামছে বসুন্ধরা কিংস

প্রস্তুতিতে নামছে বসুন্ধরা কিংস

বিশ্বকাপ বাছাই স্থগিত হওয়ায় স্বস্তি ফিরেছে বসুন্ধরা কিংসে। কারণ জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় এই ক্লাবের হওয়ায় অনুশীলন শুরু করার কথা ছিল অক্টোবরে। এখন এএফসি কাপের জন্য এ মাসেই প্রস্তুতিতে নামতে যাচ্ছে বসুন্ধরা। তারই অংশ হিসেবে ফুটবলারদের ক্যাম্পে যোগ দিতে বলেছে ক্লাবটি। আজ ক্যাম্পে যোগ দিয়েই করোনা পরীক্ষা করাবেন ফুটবলাররা। করোনার কারণে এক ভেন্যুতে হবে এএফসি কাপের খেলা। মালদ্বীপে গ্রুপ ‘ই’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৩ অক্টোবর মাজিয়া স্পোর্টসের মুখোমুখি হবে অস্কার ব্রুজোনের দল। গত ১১ মার্চ এএফসি কাপের অভিষেক ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের ক্লাবটি।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের এবার বসুন্ধরা কিংসের ১৪ ফুটবলার ডাক পান। তাদের একসঙ্গে না পেলে প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হতো না বসুন্ধরার। শুরুতে সেপ্টম্বরের প্রথম সপ্তাহে ক্যাম্প শুরুর কথা বলেছিল বসুন্ধরা কিংস। কিন্তু দলের বেশকিছু ফুটবলার কভিড পজিটিভ হওয়ার কারণেই আজই বাকি ফুটবলারদের ক্যাম্পে ডেকেছে ক্লাবটি। ক্যাম্পে ওঠার আগে ফুটবলারদের আবারও কভিড টেস্ট করাবে বসুন্ধরা কিংস। নতুন করে কেউ আক্রান্ত হলে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করবে ক্লাব কর্তৃপক্ষ। আপাতত ক্যাম্প শুরু হচ্ছে স্থানীয় কোচদের অধীনে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন আসবেন ২২-২৩ আগস্ট। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া দুই বিদেশি আর্জেন্টিনার হার্নান বার্কোস ও ব্রাজিলিয়ান রবিনহো এই মাসের শেষের দিকে আসতে পারেন। যদিও সেটা নির্ভর করছে বিমান চলাচল সাপেক্ষে। জানা গেছে, সব ফুটবলারকে ক্যাম্পে ডাকছে না বসুন্ধরা কিংস। এএফসি কাপে খেলানো হবে এমন বেছে বেছে ১৮-২০ জন স্থানীয় ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে ক্লাবটি।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.