Pre-loader logo

ফেসবুকে চলছে বসুন্ধরা এলপি গ্যাস ‘কুইজ কনটেস্ট’

ফেসবুকে চলছে বসুন্ধরা এলপি গ্যাস ‘কুইজ কনটেস্ট’

বিপিএলে মাঠে চলছে বসুন্ধরা গ্রুপের দল ‘রংপুর রাইডার্স’-এর জয়জয়কার। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে বসুন্ধরা এলপি গ্যাস আয়োজিত কুইজ কনটেস্ট—‘গেস নম্বর অব সিক্স’।
কুইজে অংশগ্রহণ করে ঘরে বসেই জিতে নেওয়া যাচ্ছে বিপিএলের অতি মূল্যবান ‘গ্র্যান্ড স্ট্যান্ড’-এর টিকিট। প্রতি খেলায় সর্বোচ্চ পাঁচজন বিজয়ী বন্ধুসহ খেলা দেখার সহজ সুযোগ পাওয়ার কারণে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এই কুইজ প্রতিযোগিতা।
অংশগ্রহণকারীদের বসুন্ধরা এলপি গ্যাস ফেসবুক পেইজে ‘Guess No. of 6’ পোস্টের কমেন্ট বক্সে অপশন অনুযায়ী উত্তর দিতে হয়, কাছাকাছি উত্তরদাতাদের লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়।
বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের মীর টি আই ফারুক রিজভী (হেড অব ডিভিশন, সেলস) বিজয়ীদের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট বুঝিয়ে দিতে এবং একসঙ্গে বসে খেলা উপভোগের জন্য মাঠে উপস্থিত থাকছেন।
রংপুর রাইডার্স টিম স্পন্সরশিপ ছাড়াও এবারের বিপিএলে স্ট্র্যাটেজিক টাইম আউট পার্টনার হয়েছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এ ছাড়া স্টেডিয়ামের পেরিমিটার বোর্ডে উল্লেখযোগ্য অংশ ব্র্যান্ডিং করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.