বসুন্ধরা এমডির সঙ্গে মার্কিন কংগ্রেসম্যানের বৈঠক

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ড্যানা রোরা ব্যাচার ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ১১ অক্টোবর বিকেলে নিউ ইয়র্কের ম্যানহাটানে বৈঠক করেছেন। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তা কিভাবে আরো উন্নত করা যায়, তাঁরা প্রধানত সে বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বলা হয়, প্রযুক্তি বিকাশের ধারা অব্যাহত রাখা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যময় অবদান রাখবে। এতে ডিজিটালাইজড বাংলাদেশ গড়ার জন্য সরকারের চলমান পরিকল্পনাও উপকৃত হবে। কংগ্রেসম্যান ড্যানা রোরা ব্যাচার এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য কল্যাণকর প্রযুক্তি উন্নয়নে তাঁর সমর্থন থাকবে বলে আশ্বস্ত করেন।