বসুন্ধরা এলপি গ্যাসে উৎসাহ জোগালেন তিন তারকা

‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ শীর্ষক স্লোগানে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইনে উৎসাহ ও সাড়া জুগিয়েছেন জনপ্রিয় তিন তারকা অভিনেত্রী পপি, দীপা খন্দকার ও অভিনেতা রিয়াজ। বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে দেশের শীর্ষ শিল্পদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের পণ্য বসুন্ধরা এলপি গ্যাসের যথাযথ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে ‘নিরাপদ নিবাস’ নামে চতুর্থবারের মতো গৃহিণীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। এরই অংশ হিসেবে গতকাল দিনভর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে প্রায় ২৫০ জন গৃহিণীর অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কারও তুলে দেন পপি, রিয়াজ ও দীপা খন্দকার। কর্মশালায় মীর টিআই ফারুক রিজভী বলেন, দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা। বসুন্ধরা এলপি গ্যাস করপোরেট দায়বদ্ধতা থেকে এ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে চলেছে। এরই মধ্যে দেশের ৪১টি জেলায় এ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। চিত্রনায়িকা পপি বলেন, দেশব্যাপী গৃহিণীদের দৃষ্টান্তমূলক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এ ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা ও সার্থকতার বিষয় প্রতিফলিত হচ্ছে।
দীপা খন্দকার বলেন, এলপি গ্যাস ব্যবহার করাটা যে খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ, তা যেমন এই কর্মশালার মাধ্যমে আমরা জানতে পারি, তেমনি কী কী ধরনের সতর্কতামূলক বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, তাও এখান থেকে আমরা শিখতে পারছি।
চিত্রনায়ক রিয়াজ বলেন, বসুন্ধরার এলপি গ্যাসের এমন সচেতনতামূলক কার্যক্রমে আসতে পেরে সত্যি খুব আনন্দ বোধ করছি। নিরাপদ নিবাস নিশ্চিত করতে গৃহিণীদের পাশাপাশি অবশ্যই পরিবারের অন্য সদস্যদেরও সচেতন থাকা উচিত।