বসুন্ধরা এলপি গ্যাস আয়োজিত নিরাপদ নিবাস ক্যাম্পেইন

‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’Ñ স্লোগান নিয়ে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাস জেলা ও উপজেলাপর্যায়ে ‘নিরাপদ নিবাস’ নামে চতুর্থবারের মতো দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এলপি গ্যাস ব্যবহারের সুবিধা ও স্বাচ্ছন্দ্য বোঝাতে বরাবরের মতো এবারও এ উদ্যোগ নেয়া হয়েছে। এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধিকল্পে এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের দেশব্যাপী এ সচেতনতামূলক কর্মসূচি চলছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে স্কাই ভিউ ইন্ হোটেলে এই কর্মশালায় প্রতিনিধিত্ব করেন বসুন্ধরা এলপিজির হেড অব ডিভিশন সেলস মীর টি আই ফারুক রিজভী। উদ্বোধনকালে মীর টি আই ফারুক রিজভী বলেন, গ্রামীণ এলাকায় বসুন্ধরা এলপি গ্যাসের সহজপ্রাপ্তি নিশ্চিত করতে বসুন্ধরা কাজ করে যাচ্ছে। এ গ্যাস নিরাপদ রাখতে ল্যাবরেটরিতে পরীার পর বাজারজাত করা হয়। এর ফলে নিশ্চিত হয় সিলিন্ডারের সর্বোত্তম সুরা। জনসচেতনতামূলক এই ক্যাম্পেইনে প্রায় ১০০ গৃহিণী অংশ নেন। কালক্রমে রাজশাহী, জয়পুরহাট, দোহার, চট্টগ্রাম, সিলেট, যশোর, ঢাকা ছাড়াও আরো বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে এ ক্যাম্পেইন। বিজ্ঞপ্তি।