Pre-loader logo

বসুন্ধরা এলপি গ্যাস : নিরাপদ নিবাস ক্যাম্পেইন শুরু

বসুন্ধরা এলপি গ্যাস : নিরাপদ নিবাস ক্যাম্পেইন শুরু

বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাস জেলা, উপজেলা পর্যায়ে ‘নিরাপদ নিবাস’ নামে ৪র্থ বারের মতো দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। ‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ ¯েøাগান নিয়ে ক্যাম্পেইনের শুরু। এলপি গ্যাসের যথাযথ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গৃহিণীসহ সংশ্লিষ্টদের নিয়ে এ সচেতনতামূলক কর্মসূচি চলছে।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় রবিবার সকালে প্রায় ২৫০ জন গৃহিণীর অংশগ্রহণে কর্মশালায় প্রতিনিধিত্ব করেন বসুন্ধরা এলপিজির হেড অব ডিভিশন সেলস মীর টি আই ফারুক রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী দীপা খন্দকার। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) (ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক এবং মানবসম্পদ প্রধান ইডব্লিউপিডি, বিসিডিএল ও আইসিসিবি এবং ইডব্লিউএমজি এলপ্রেস ও আইসিসিবি প্রধান এবং মানবসম্পদ প্রধান, সেক্টর-এ), বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স মাহাবুব আলম, হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন, হেড অব সাপ্লাই চেইন আবদুস শুকুর, স্ট্রাটেজিক প্ল্যানিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট জিএম জাকারিয়া জালাল, অডিট বিভাগের জিএম সেলিম রেজা, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সেক্রেটারি মো. শরীফুল ইসলামসহ বসুন্ধরা গ্রুপের আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা।
কর্মশালায় ফারুক রিজভী বলেন, বাংলাদেশের ১নং এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস করপোরেট দায়বদ্ধতা থেকে এ ধরনের কর্মশালার আয়োজন করেছে। ইতোমধ্যে দেশের ৪১টি জেলায় কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সামনে ঢাকাসহ সব জেলা-উপজেলায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। গৃহিণীদের উদ্দেশে চিত্রনায়িকা পপি বলেন, বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে নারীদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। শুরু থেকেই আমি চেষ্টা করেছি ক্যাম্পেইনের সঙ্গে থাকতে। দেশব্যাপী গৃহিণীদের দৃষ্টান্তমূলক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা ও স্বার্থকতা প্রতিফলিত হয়।
দীপা খন্দকার বলেন, খুবই স্বাচ্ছন্দ্যে এলপি গ্যাস ব্যবহার করা যায়, তা কর্মশালার মাধ্যমে আমরা জানতে পারি। তেমনি কী কী ধরনের সতর্কতামূলক বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে তাও এখান থেকে আমরা শিখতে পারছি। আর এ শেখাটাই আমরা আমাদের পরস্পরকে সচেতন করে তোলার কাজে লাগাতে পারি।চিত্রনায়ক রিয়াজ বলেন, এলপি গ্যাস ব্যবহারে আরো সচেতন হতে হবে। পরিবারের সবাইকে কীভাবে নিরাপদ রেখে সুন্দর নিরাপদ নিবাস গড়ে তোলা যায়, সে সম্পর্কে জানতে হবে। পরে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.