Pre-loader logo

বসুন্ধরা কাপ গলফের পুরস্কার বিতরণ

বসুন্ধরা কাপ গলফের পুরস্কার বিতরণ

রংপুর গলফ ক্লাবে অনুষ্ঠিত বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টে পুরুষ বিভাগে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আজিজ বিজয়ী এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বেস্ট গ্রস পুরস্কার পান। এ ছাড়া রানার-আপ হন লে. কর্নেল মামুন, দ্বিতীয় বেস্ট গ্রস সায়েম খান, দ্বিতীয় রানার-আপ কর্নেল কাহার, তৃতীয় বেস্ট গ্রস ব্রিগেডিয়ার জেনারেল শেফাউল কবীর, লংগেস্ট ড্রাইভ মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক, কনভেনশনাল অন ব্রিগেডিয়ার জেনারেল শামিম, ম্যাক্সিমাম পার মেজর আশরাফ, নেয়ারেস্ট টু পিন বিজয়ী হন জামিয়া আজিজ। মহিলা বিভাগে বিজয়ী হন মিসেস শিল্পী এবং বেস্ট গ্রস পেয়েছেন সাহিদা ফজল। জুনিয়র বিভাগে বিজয়ী ওয়াসেকা এবং সাব-জুনিয়র বিভাগে ওয়াদি বিজয়ী। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুল ওয়াহেদ।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.