Pre-loader logo

বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা

বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা

দেশের আরো চারটি জেলায় অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া, পঞ্চগড়, বান্দরবান ও সিরাজগঞ্জে অনুষ্ঠিত প্রতিযোগিতার মাধ্যমে চারটি স্কুল পরবর্তী পর্বের জন্য মনোনীত হয়েছে। কালের কণ্ঠ’র শুভসংঘ আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা খাতা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদে জানা গেছে জেলাগুলোতে উৎসবমুখর পরিবেশে বিতর্ক অনুষ্ঠানের চিত্র। জেলা পর্যায় থেকে চ্যাম্পিয়ন স্কুলগুলো পরে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
কুষ্টিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ। রানার্স-আপ হয়েছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গতকাল সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবিব। শুভসংঘের জেলা সভাপতি রফিকুল আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা রুনা খাতুন, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা, সহকারী প্রধান শিক্ষক নাদিরা খানম, শুভসংঘের বিভাগীয় প্রধান জাকারিয়া জামান, জেলার সাধারণ সম্পাদক আক্তারী সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক।
পঞ্চগড়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বিতার্কিক হয় তাদের দলনেতা নুসরাত জাহান পাপড়ি। প্রতিযোগিতায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। রানার্স-আপ হয়েছে ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধান শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবী, শুভসংঘের জেলা সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
সিরাজগঞ্জে গতকাল অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী দল বিএল সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে এ দলের নেতা শাফিন জুবায়ের। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুল রউফ মুক্তা। শুভসংঘের সিরাজগঞ্জ জেলা সভাপতি ডা. নিত্যরঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক করুণা রানী সাহা, জেলা নজরুল এডাডেমির সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা, শুভসংঘের সাধারণ সম্পাদক অসীম সেন, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি অসীম মণ্ডল, সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, মাসুদ পারভেজ, সুজিত সরকার প্রমুখ।
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতা। এতে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ টিম রানার্স-আপ হয়েছে। অনুষ্ঠানে কালের কণ্ঠ’র বান্দরবান জেলায় নিযুক্ত নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনু পুরস্কার ও সনদ বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন চারুশিল্পী আমিনুর রহমান আমিন, লেখক মোহাম্মদ ইয়াকুব, সিনিয়র শিক্ষক দিলীপ কুমার নাথ ও জাহিদ হোসেন, সাংবাদিক মংটিং প্রু, শুভসংঘ বান্দরবান জেলা কমিটির সভাপতি জমির আহমদ, সাধারণ সম্পাদক অনিক ইসলাম প্রমুখ। ১৫ জুলাই চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ টিম বান্দরবান জেলাকে প্রতিনিধিত্ব করবে।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.