বসুন্ধরা টিস্যু বর্ণমালা চ্যালেঞ্জ

‘বলব বর্ণমালা শুনবে বিশ্ব’ স্লোগান নিয়ে বসুন্ধরা টিস্যু শুরু করেছে বর্ণমালা চ্যালেঞ্জ-২ ক্যাম্পেইন। নিজের ভাষার প্রতি আবেগ ও মূল্যবোধ থেকে এ আয়োজন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুরু হয়েছে বর্ণমালা চ্যালেঞ্জ-২ ক্যাম্পেইন। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অক্ষরগুলো যেন খুব দাপটের সঙ্গে আমরা বলতে পারি এ জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ। প্রতিযোগিতায় ১৫ সেকেন্ডে শুদ্ধভাবে ব্যাঞ্জনবর্ণগুলো বলতে হবে এবং এর একটি ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করতে হবে। ভিডিও আপলোডকারী চ্যালেঞ্জ করতে পারেন তাঁর পরিবার ও বন্ধুদের তাঁর সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। চ্যালেঞ্জ গ্রহণকারীদের মধ্য থেকে ভিডিওগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। আলোচিত ক্যাম্পেইনের প্রমো ও বিস্তারিত জানা যাবে hygienelovers.btissue এই ফেসবুক পেজটিতে। সংবাদ বিজ্ঞপ্তি।