Pre-loader logo

বসুন্ধরা ফুটবলের ফাইনাল আজ

বসুন্ধরা ফুটবলের ফাইনাল আজ

গোলরক্ষক শহিদুর রহমান শান্টু, কাজী সাত্তার, মোসাব্বের, কাজী আনোয়ার, কোহিনুর, মুন বাংলাদেশের ফুটবলে পরিচিত মুখ ছিলেন। এদের অবির্ভাব ঘটেছিল বৃহত্তর রংপুর থেকেই। এরা ছাড়াও রংপুর অঞ্চলের বেশ কজন ফুটবলার ঢাকা লিগ খেলেছেন। অথচ সেই রংপুরে এখন শূন্যতা বিরাজ করেছে। ফুটবল অনেকটা বিতাড়িত বলেই রংপুর বিভাগ থেকে সে মানের ফুটবলারের সন্ধান মিলছে না। বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব বসুন্ধরা কিংসই রংপুরের ঘুমন্ত ফুটবলকে জাগিয়ে তুলেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ক্লাব ঢাকার বাইরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। ফুটবলের হারানো গৌরব ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বসুন্ধরা কিংস নানা উদ্যোগ নিয়েছে। যার প্রথম পদক্ষেপ হিসেবে রংপুরে টুর্নামেন্টের আয়োজন। সিনিয়র ও জুনিয়র গ্রুপ মিলিয়ে ৪ মে থেকে টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। রংপুর বিভাগের আট জেলা আসরে অংশ নিচ্ছে। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে আজ সাড়া জাগানো বসুন্ধরা কিংস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় সিনিয়র গ্রুপে নীলফামারী ফাইনালে লড়বে দিনাজপুরের বিপক্ষে। তার আগে দুপুর ২টায় অনূর্ধ্ব-১২ বিভাগে ফাইনাল খেলবে দিনাজপুর-নীলফামারী। বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন। বাংলাদেশে রেওয়াজ রয়েছে কোনো টুর্নামেন্ট প্রথম দিকে ধুম ধামে করলেও পরে শেষ। কিন্তু বসুন্ধরা বলেই ক্রীড়া প্রেমীদের প্রত্যাশা অনেক। টুর্নামেন্ট শেষ করেই থেমে যাবে না কিংসের কর্মকাণ্ড। এখান থেকে খেলোয়াড় বাছাই করে উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। শুধু রংপুর নয়, সামনে অন্য জেলাতেও টুর্নামেন্টের আয়োজন করবে বসুন্ধরা কিংস। ফুটবলে যে সংকট সৃষ্টি হয়েছে তা কাটিয়ে তুলতে চায় এই ক্লাব। যা বলে তা করে ইতিমধ্যে প্রমাণ দিয়েছে বসুন্ধরা কিংস। সুতরাং শুধু ফুটবল নয় অন্য খেলার উন্নয়নেও তারা বড় ভূমিকা রাখবে এই আস্থা সবারই রয়েছে।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.