বসুন্ধরা ফুড চেইনের খাবার মিলবে ইভ্যালিতে

বসুন্ধরা গ্রুপের চেইন ফুডশপ ‘দ্য ফুড হল’, ‘সানফ্লাওয়ার রেস্টুরেন্ট’ এবং ‘বাবা রাফির’ জনপ্রিয় খাবারগুলো ই-কমার্সভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিতে পাওয়া যাবে। অনলাইনে অর্ডার করলে দ্রুততম সময়ে গ্রাহকের দোরগোড়ায় এসব চেইন ফুডশপের খাবার পৌঁছে দেবে ইভ্যালি। এ লক্ষ্যে আজ রোববার প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান এবং ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন।
রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এ অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, ইভ্যালির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ছাড়াও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন