বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল শুরু হয়েছে বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডি। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজি ও কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি, ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম। উদ্বোধনী দিনে খুলনা ১১ পয়েন্টে বগুড়াকে, সিলেট ১২ পয়েন্টে হারিয়েছে ময়মনসিংহকে।