বাজুসের সবাই আমরা একটি পরিবার : সায়েম সোবহান আনভীর – কালের কণ্ঠ

নগরীর কোতোয়ালি থানার আরশী রঙ্গম টাওয়ারে নবনির্মিত অফিস স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মৃণাল কান্তি ধর, সহসভাপতি সুধীর রঞ্জন বণিক, সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, হারাধন মহাজন, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক, সাধারণ সম্পাদক প্রণব সাহা, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট অমল কৃষ্ণ ধর, সহসম্পাদক কাজল বণিক, প্রদীপ গুহ, অমিত ধর, হিরন্ময় ধর, সুকুমার দে, মো. শাহজাহান সিদ্দিকী, খোকন ধর, হাজী মোহাম্মদ নুরুল হক, সুজিত কুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ ধর, সদস্য মিনা নাথ ধর, গোপীনাথ ধর, রুবেল কান্তি ধর, তপন কান্তি ধর, স্বপন চৌধুরী, রণি বণিক, মিন্টু ধর, শম্ভু ধর, রাজীব ধর তমাল, বরুণ হাজারী, বিপ্লব কান্তি ধর, স্বপন কুমার ধর, নুরুল আবছার চৌধুরী, রূপন কান্তি ধর, শান্তনু বণিক, দিলীপ কুমার বণিক প্রমুখ।
তিনি আরো বলেন, ‘বাজুস চট্টগ্রাম শাখা এখন আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত হয়ে নিজ পায়ে সুপ্রতিষ্ঠিত। সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার জন্য সুন্দর পরিবেশে ও সুসজ্জিত একটি অফিস বাজুস চট্টগ্রাম শাখার সদস্যদের বহুদিনের প্রত্যাশা ছিল। বর্তমানে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত, ডিজিটাল, সুসজ্জিত ও যুগোপযোগী নিজস্ব একটি অফিস স্থাপন করা হয়েছে। আজকে আমরা গর্ব করে বলতে পারি, আমাদের একটি আধুনিক অফিস রয়েছে, যা বাংলাদেশে স্বর্ণশিল্প মহলে বিরল।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সংগঠনের বার্ষিক সাধারণ সভা নগরীর এস এস খালেদ সড়কের রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। এরপর সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব পেশ করেন বাজুস চট্টগ্রামের কার্যকরী সদস্য শম্ভু ধর ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন বাজুস সাধারণ সম্পাদক প্রণব সাহা। এতে বক্তব্য দেন বাজুস চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি সুধীর রঞ্জন বণিক, সভাপতি লিটন কান্তি ধর, সাবেক সাধারণ সম্পাদক সুরেশ চন্দন ধর, সুদীপ কর্মকার, মো. আলমগীর।
Source : কালের কণ্ঠ