Pre-loader logo

বাবা রাফির নবম শাখা বনশ্রীতে

বাবা রাফির নবম শাখা বনশ্রীতে

ইন্দোনেশিয়ান কাবাব চেইন বাবা রাফির নবম শাখা চালু হয়েছে রাজধানী ঢাকার বনশ্রীতে। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিকেলে এই শাখার উদ্বোধন করা হয়। এটি ছাড়াও ঢাকায় বাবা রাফির আরো আটটি আউটলেট রয়েছে। উন্নত মানের খাবার পরিবেশনের মাধ্যমে বাবা রাফি ইতিমধ্যে তরুণ প্রজন্মের পাশাপাশি সবার মাঝে অবস্থান গড়েছে। বাংলাদেশে এই ব্র্যান্ড নিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ।
বনশ্রীতে বাবা রাফির এই আউটলেটের ঠিকানা হচ্ছে—সি ব্লকের ৪ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ি। এটির মেন্যুতে রয়েছে কাবাব, বার্গার, ফ্রায়েড রাইস, কফি, আইসক্রিমসহ অন্যান্য খাবার। নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিএমডি মোস্তাফিজুর রহমান, হেড অব অ্যাকাউন্টস মির্জা মোজাহিদুল ইসলাম প্রমুখ।

Copyright © 2021 Sayem Sobhan Anvir. All Rights Reserved.