মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবল : শেখ রাসেল চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাপিম্পয়ন ট্রুফি তুলে দেন। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সাবেক কৃতী ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু, বাদল রায়, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও টুর্নামেন্টের আহ্বায়ক জিল্লুর রহমান লাজুক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় মাগুরা স্টেডিয়ামের ২৫ হাজার মানুষের ধারণক্ষমতার দর্শক গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার অরূপ কুমার বৈদ্য।
বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় গত ২০ জানুয়ারি এ টুর্নামেন্ট শুরু হয়। মাগুরা জেলা সংস্থার সার্বিক সহযোগিতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে বাংলাদেশ নৌবাহিনী, শেখ রাসেল, ঢাকা মোহামেডান ও আবাহনী লিমিটেডসহ মোট ১২টি ফুটবল দল অংশ নেয়। টুর্নামেন্টের প্রতিটি খেলায় দর্শকের বিনোদনের জন্য ছিল র্যাফেল ড্র। র্যাফেল ড্র’র মাধ্যমে টুর্নামেন্টের প্রতিটি খেলায় ১০টি করে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয় দর্শকদের। তাছাড়া র্যাফেল ড্র’র মাধ্যমে দুটি সেমিফাইনাল ও ফাইনালে পুরস্কার হিসেবে তিনটি মোটরসাইকেল দর্শকদের মাঝে দেয়া হয়। শেষে সন্ধ্যায় স্থানীয় ও ঢাকার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ছিল লেজার শো ও আতশবাজি উৎসব।