Pre-loader logo

মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর: জাপানি রাষ্ট্রদূত

মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর: জাপানি রাষ্ট্রদূত

থার্ড টার্মিনাল, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্বে নতুন স্থান করে নেবে। বিশেষত মাতারবাড়ী হবে আধুনিক সিঙ্গাপুর। সমুদ্রবন্দরকেন্দ্রিক যোগাযোগ পাবে নতুন মাত্রা। এসব প্রকল্প ঘিরে বেসরকারি খাতে যে বিশাল উন্নয়ন হচ্ছে সেটিও এ দেশের বড় অর্জন বলে মনে করেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে আলোচনাকালে বুধবার ইতো নাওকি এমন আশার কথা শোনান বলে বসুন্ধরা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইতো নাওকি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। ২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সব ধরনের উন্নয়নে স্থাপন হবে দৃষ্টান্ত।

বসুন্ধরা গ্রুপ ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আলাপচারিতার সময় কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

Copyright © 2022 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.