মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের ত্রাণ কর্মসূচি শুরু

মানিকগঞ্জের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সহায়তা দিয়েছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গত তিন দিন মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় দুই হাজার মানুষের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা হিসেবে দেওয়া প্রতিটি বস্তায় রয়েছে চাল, ডাল, চিনি ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। সামাজিক দূরত্ব এবং প্রকৃত দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে সহায়তা করেছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিরা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু এবং সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইনটেলেকচুয়াল ডিস-এবল (সুইড) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি দিলারা মোস্তফা। মাহবুব মোর্শেদ হাসান রুনু জানান, জনজীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত বসুন্ধরা গ্রুপের এই কর্মসূচি চলবে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। দুটি দুর্যোগ সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।