মেঘনা সিমেন্টের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬-২০১৭ বর্ষে ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। গতকাল রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক এ আর রশিদী। উপস্থিত ছিলেন, নিরপেক্ষ পরিচালক খাজা আহমেদুর রহমান, কোম্পানির পরিচালকমণ্ডলীর পক্ষে ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার মাহবুব-উজ-জামান, মো. তোফায়েল হোসেন, কোম্পানি সচিব এম নাসিমুল হাই এফসিএ। এ ছাড়াও কোম্পানির উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমপ্লায়েন্স নিরীক্ষকরাও উপস্থিত ছিলেন। এজিএমে উল্লেখসংখ্যক শেয়ারহোল্ডাররা অংশ নেন। এজিএমে কোম্পানির বিগত ৩০ জুন ২০১৭ সালের বার্ষিক বিবরণী, আর্থিক হিসাব ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। এতে শেয়ারহোল্ডাররা শত প্রতিকূলতা সত্ত্বেও গত বছরে ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণাকে কোম্পানির সাফল্যের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেন। পাশাপাশি ধারাবাহিকভাবে লভ্যাংশ দেওয়ায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।