Pre-loader logo

রংপুরে বসুন্ধরা কিংসের ফুটবল উৎসব

রংপুরে বসুন্ধরা কিংসের ফুটবল উৎসব

ক্রীড়া প্রতিবেদক : রংপুরে শুরু হচ্ছে ফুটবল উৎসব। পেশাদার লিগের নবাগত ফুটবল ক্লাব শক্তিশালী বসুন্ধরা কিংসের হাত ধরে রংপুর বিভাগে আজ থেকে মাঠে গড়াবে বসুন্ধরা কিংস কাপ ফুটবল টুর্নামেন্ট। রংপুর বিভাগের আট জেলার অনূর্ধ্ব-১২ ও সিনিয়র দল, দুটি আলাদা ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে। ঢাকার বাইরে ফুটবল প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানান, ‘ঢাকার বাইরে থেকেও প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করবে বসুন্ধরা কিংস। পূর্বাচলে ৩০ বিঘা জমিতে তৈরি করা হবে বসুন্ধরা কিংসের ফুটবল একাডেমি। সেখানেই ভবিষ্যতের ফুটবলারদের গড়ে তোলা হবে।’ এই ফুটবল সংগঠক জানিয়েছেন, বাংলাদেশের অন্য বিভাগগুলোতেও প্রতিভা অন্বেষণ কর্মসূচির পরিকল্পনা আছে বসুন্ধরা কিংসের। তাদের এ কার্যক্রমের প্রশংসা করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘রংপুরের মতো পিছিয়ে পড়া অঞ্চলে বসুন্ধরা কিংসের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বসুন্ধরা কিংসের যেকোনো উদ্যোগে বাফুফে পাশে থাকবে।’ রংপুর বিভাগের আটটি জেলা দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে বসুন্ধরা কিংস কাপ ফুটবল টুর্নামেন্টে। দর্শকদের মধ্যে ফুটবলকে আরো জনপ্রিয় করতে প্রতিদিন থাকবে র‌্যাফল ড্র পুরস্কারও।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.