রংপুরে বসুন্ধরা কিংস কাপ ফুটবল

রংপুরে শুরু হতে যাচ্ছে বসুন্ধরা কিংস কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী এপ্রিলে হবে এই আসর। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে নাম লেখানো বসুন্ধরা কিংসের উদ্যোগেই হচ্ছে এই টুর্নামেন্ট। ক্লাবটির সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জানিয়েছেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই উদ্যোগী হয়েছে বসুন্ধরা কিংস। রংপুর থেকেই শুরু হচ্ছে এর যাত্রা।
এবারের টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি দল অংশ নেবে। পর্যায়ক্রমে অন্য সাত বিভাগে হবে এ আসর। রংপুরে এবারের আসরে প্রতিটি জেলার স্থানীয় খেলোয়াড়রাই শুধু খেলতে পারবে। তবে তিনজন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে তারা। এই টুর্নামেন্টের পর রংপুর স্টেডিয়ামে বসুন্ধরা কাপ অনূর্ধ্ব-১২ ফুটবল টুর্নামেন্টেরও আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে কাল কিংস কাপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে। তাতে বসুন্ধরা কিংসের ইভেন্ট ও মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন রনিসহ উপস্থিত ছিলেন রংপুর বিভাগী ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী বিপ্লব, রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম খান মিসকিন, বসুন্ধরা কিংস রংপুর জেলা শাখার সভাপতি ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, সহসভাপতি আরশেদ আলম এরশাদ, সাধারণ সম্পাদক মাহবুল ইসলাম তিতু, সহসাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক রশিদুল হক প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম সিজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন টিটু। এ ছাড়া রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরাও সংবাদ সম্মেলনে অংশ নেন। টুর্নামেন্টে প্রস্তুতির জন্য তাঁদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।