রংপুরে শেষ হলো বসুন্ধরা কাপ গলফ

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল দুপুরে রংপুর সেনানিবাস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর সেনানিবাসের জিওসি ও রংপুর গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মাসুদ রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল(অব.) মোহাম্মদ ওয়াহিদ। স্বাগত বক্তব্য রাখেন রংপুর গলফ ক্লাবের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে বিজয়ীরা হলেন-পুরুষ বিভাগে লে. কর্নেল আব্দুল আজিজ, বেস্ট গ্রস ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, রানার আপ লে. কর্নেল মামুন, ২য় বেস্ট গ্রস সায়েম খান, ২য় রানার আপ কর্নেল কাহার, ৩য় বেস্ট গ্রস ব্রিগেডিয়ার জেনারেল শেফাউল কবীর, লংগেস্ট ড্রাইভ মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, কনভেনশনাল অন ব্রিগেডিয়ার জেনারেল শামিম, মেক্সিমাম পার মেজর আশরাফ, নিয়ারেষ্ট টু পিন জামিয়া আজিজ এবং মহিলা বিভাগে বিজয়ী হন শিল্পী এবং সাহিদা ফজল বেস্ট গ্রস পেয়েছেন। জুনিয়র বিভাগে বিজয়ী ওয়াসেকা এবং রিদিন রানার আপ হন।