রাফায়েলের গোল মিছিলে উড়ছে শেখ জামাল

রাফায়েল নামলেই গোলের মিছিল শুরু হয়। কালও এই নাইজেরিয়ানের জোড়া গোলে শেখ জামাল ধানমণ্ডি ৩-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। সুবাদে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষ দল চট্টগ্রাম আবাহনীর চেয়ে ঠিক ২ পয়েন্ট পেছনে আছে তারা। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করে সাইফ আবার পয়েন্ট খুইয়ে পিছিয়ে পড়েছে শিরোপা দৌড়ে। তারা ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ২০ মিনিটে রাফায়েল গোলের খাতা খোলেন। ২৫ গজ দূর থেকে নেওয়া জাভেদ খানের শট ক্রসবারে লেগে ফিরে আসার পর এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের টোকায় এগিয়ে যায় শেখ জামাল। ৩৬ মিনিটে খান মোহাম্মদ তারার কর্নারে নুরুল আবসারের ড্রপ শটে গোলের ঠিকানা খুঁজে নেয়। বিরতির পর খেলা শুরু হতেই সলোমন কিংয়ের বাড়ানো বলে আবার রাফায়েল পেয়ে যান নিজের দ্বিতীয় গোল। ৭ ম্যাচ খেলেই তাঁর হয়ে গেছে ১৩ গোল! লিগের প্রথম দশ ম্যাচে তিনি ছিলেন না শুরুর একাদশে। শেখ জামালের একাদশ ম্যাচে এই নাইজেরিয়ান ফরোয়ার্ড ঢোকেন একাদশে এবং এর পর থেকেই শুরু হয় তাঁর গোল মিছিল। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি ৬ ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ১৩ গোল করে তিনি এখন সর্বোচ্চ গোলদাতা, ‘প্রথম লেগে ভালো খেলছিলাম না। এখন আমি গোল করছি, চেষ্টা করছি ক্লাবের আস্থা অর্জন করতে।’ ৬১ মিনিটে একটি গোল ফেরান মুক্তিযোদ্ধার তৌহিদ। আগের ম্যাচে মোহামেডানের কাছে হারা সাইফ স্পোর্টিং আবার পয়েন্ট হারিয়েছে। তারা কাল গোলশূন্য ড্র করেছে ব্রাদার্সের সঙ্গে।