Pre-loader logo

রাষ্ট্রপতি ভবনে থাকবেন শেখ হাসিনা

রাষ্ট্রপতি ভবনে থাকবেন শেখ হাসিনা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রথম কোন প্রধানমন্ত্রী যিনি ভারতের রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা নিতে যাচ্ছেন। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মিডিয়া ভবনের কনফারেন্স কক্ষে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ২৪ এর সিইও নঈম নিজাম প্রমুখ। এছাড়া ঢাকার ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি পলিটিক্যাল রজেশ উইকে ও অ্যাটাচে প্রেস রঞ্জন মন্ডলসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সাধারণত কোন রাষ্ট্র বা সরকারপ্রধান ভারত সফরে গেলে হোটেলে অবস্থান করেন। শেখ হাসিনা থাকবেন রাষ্ট্রপতি ভবনে।

Copyright © 2022 Sayem Sobhan Anvir. All Rights Reserved.