রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের ত্রাণ বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নাওড়ার এলাকার কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান সজীব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, মোশারফ মেম্বার, মোয়াজ্জেম মেম্বার, আবদুল মতিন মেম্বার, আবদুল হাই মেম্বার, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, উপজেলা যুব মহিলা লীগের স্বপ্না আক্তার, ইয়াছমিন, রত্না আক্তার প্রমুখ।