শুরু হলো বসুন্ধরা কিংস ফুটবল

আগের রাতে বৃষ্টি হলেও বসুন্ধরা কিংস ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াতে কোন সমস্যা হয়নি। রংপুর স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশের উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই বসুন্ধরা কিংস এ উদ্যোগ নিয়েছে। রংপুর থেকে সে উদ্যোগের যাত্রা শুরু হলো।’ উদ্বোধনী ম্যাচে অধিনায়ক মুনের জোড়া গোলে রংপুর ২-০ গোলে হারায় পঞ্চগড়কে। সিনিয়রদের প্রথম খেলায় গাইবান্ধা ২-১ গোলে হারায় ঠাকুরগাঁওকে। অনূর্ধ্ব-১২-এর খেলায় রংপুর ২-১ গোলে পঞ্চগড়কে এবং গাইবান্ধা ২-০ গোলে ঠাকুরগাঁওকে। টুর্নামেন্টের এছাড়া উপস্থিত ছিলেন রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, রংপুর বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বিসিবি পরিচালক আনোয়ারুল ইসলাম, বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ, সহসভাপতি শামিম খান মিসকিন, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী বিপ্লব, বসুন্ধরা কিংস রংপুর জেলা শাখার সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, সাধারণ সম্পাদক মাহবুল ইসলাম তিতু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি নুর শাহীন ইসলাম লাল।