Pre-loader logo

শেখ জামালের জয়

শেখ জামালের জয়

দারুণ খেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম পর্বের কোচ জোশেফ আপুচি চলে গেছেন হঠাৎ। তার চলে যাওয়ার কোনো ছাপই পড়েনি দলটির ওপর। মাহবুব হোসেন রক্সির কোচিংয়ে বরং আরও ক্ষুরধার ফুটবল খেলছে। পেশাদার লিগে নিজেদের চার নম্বর শিরোপা জিততে শেখ জামাল ছুটছে দুরন্ত গতিতে। গতকাল শীতের বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের ১৭ নম্বর ম্যাচে তুলে নিয়েছেন ১২ নম্বর জয়। অলআউট ফুটবল খেলে শেখ জামাল ৩-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। প্রথম পর্বে শেখ জামাল ২-১ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধাকে। এই জয়ে শেখ জামালের পয়েন্ট ১৭ ম্যাচে ৪০। অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম আবাহনী। দলটির পয়েন্ট ৪২ এবং তিনে থাকা ঢাকা আবাহনীর পয়েন্ট ৩৯। দিনের দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিংকে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।
আগের ম্যাচে আরামবাগের বিপক্ষে ৬ গোল করলেও খেয়েছিল ৪টি। ফলে রক্ষণভাগ নিয়ে বাড়তি কাজ করেছেন শেখ জামালের কোচ রক্সি। অবশ্য দুর্বল মুক্তিযোদ্ধার বিপক্ষে অলআউট ফুটবল খেলতে থাকে ম্যাচের প্রথম থেকেই। ২০ মিনিটে কাঙ্ক্ষিত গোল দলটি। প্রায় ২৫ গজ দূর থেকে জাভেদ খানের নেওয়া শট মুক্তিযোদ্ধার গোলরক্ষককে বোকা বানালেও ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে নেন রাফায়েল ওডোইন (১-০)। লিগে এটা তার ১২ নম্বর গোল। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয়ী দলটি। খান মোহাম্মদ তারার কর্নারে হেডে গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন নুরুল আবসার (২-০)। প্রথমার্ধ শেষ হয় এই দুই গোলেই। দ্বিতীয়ার্ধে দুই দল একটি করে গোল করে। শুরুতেই ম্যাচের তিন নম্বর এবং নিজের দ্বিতীয় গোল করে শেখ জামালের জয় নিশ্চিত করেন রাফায়েল ওডোইন (৩-০)। লিগে ১৩ গোল করে গোলদাতার শীর্ষে রয়েছেন নাইজেরিয়ার স্টাইকার ওডোইন। ম্যাচের ৬১ মিনিটে ব্যবধান কমান মুক্তিযোদ্ধার তোহিদুল আলম (১-৩)।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.