শেখ রাসেলের জয়, মোহামেডানের ড্র

শিরোপার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। এখন শুধু পয়েন্ট বাড়িয়ে সামনে এগোনোর পালা। গতকাল বাংলাদেশ পেশাদার লিগে ষষ্ঠ জয় পেল দলটি। সব মিলিয়ে দ্বিতীয় পর্বে দ্বিতীয় জয়। শীতের বিকালে ২০১৩ সালের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে পুরান ঢাকার দল ফরাশগঞ্জকে। লিগে ছয় নম্বর জয় পেতে গোল করেছেন ফজলে রাব্বি ও উত্তম বণিক। এই জয়ে ১৭ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ২৩ এবং হেরে ফরাশগঞ্জের ১০। প্রথম পর্বে দুই দলের মুখোমুখিতেও জয় পেয়েছিল শেখ রাসেল। জিতেছিল ২-১ গোলে। এবার দ্বিতীয় পর্ব শুরু করেছিল মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে। এরপর টানা চার ম্যাচ ছিল জয়শূন্য। যদিও শিরোপা রেসে এগিয়ে থাকা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে ড্র করেছিল ২-২ গোলে। এছাড়া হেরেছে ঢাকা আবাহনী, শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের কাছে। ফলে কালকের জয়টি গুরুত্বপূর্ণ ছিল দলটির কাছে। কোচ শফিকুল ইসলাম মানিকের জন্যও ছিল গুরুত্বপূর্ণ। সেই কাজটি করে দিয়েছেন রাব্বি ও উত্তম। ৪১ মিনিটে রাব্বি যে গোলটি করেন, সেটা ছিল দেখার মতো। নিজ অর্ধ থেকে বল ধরে মিডফিল্ডার রাব্বি প্রতিপক্ষের ২/৩ জন ফুটবলারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে গোল করেন (১-০)। প্রথমার্ধ শেষ এক গোলেই। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ফরাশগঞ্জ। কিন্তু শেখ রাসেলের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। উল্টো ৫৯ মিনিটে গোল সংখ্যা দ্বিগুণে পরিণত করেন উত্তম বণিক। ডান প্রান্ত থেকে খালেক জামানের কর্নারে হেড করে নিজের প্রথম ও ম্যাচের দ্বিতীয় গোলটি করেন উত্তম (২-০)। এরপর অবশ্য বল মধ্যমাঠেই আনাগোনা করে। ফলে আর গোল হয়নি। মানিকের শিষ্যরা পেশাদার লিগে ছয় নম্বর জয় নিয়ে মাঠে ছাড়ে।
দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা মোহামেডান পয়েন্ট হারিয়েছে। প্রথম পর্বে জিতলেও গতকাল দ্বিতীয় পর্বে টিম বিজেএমসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ৭০ মিনিটে কিংসলের গোলে এগিয়ে যায় বিজেএমসি। ৭৫ মিনিটে সমতা ফেরান মোহামেডানের মিন্টু শেখ।