শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালনা পর্ষদের বৈঠক

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্লাবের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। আসন্ন ফুটবল মৌসুমে শক্তিশালী দল গঠন ছাড়াও দেশের সম্ভাবনাময় বিভিন্ন খেলাধুলায় ক্লাবের অংশগ্রহণ নিশ্চিতে কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর ছাড়াও আরো উপস্থিত ছিলেনÑ নবনির্বাচিত পরিচালক নঈম নিজাম ও ইমদাদুল হক মিলন, লিয়াকত আলি মুকুল, সালেহ জামান সেলিম, ইসমত জামিল আকন্দ লাভলু। বিজ্ঞপ্তি।
Source: dailynayadiganta