শেরপুরে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

শেরপুরে বসুন্ধরা সিমেন্টের বার্ষিক হালখাতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান প্রধান অতিথি এবং এরিয়া ম্যানেজার মশিউর রহমান বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স হাসান ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক।
হালখাতা শেষে জেলার সেরা বিক্রেতাদের মধ্যে বিশেষ পুরস্কারসহ শতাধিক খুচরা বিক্রেতা ও প্রকৌশলীর মধ্যে কম্পানির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।