Pre-loader logo

শেষ হলো জুয়েলারি এক্সপো

শেষ হলো জুয়েলারি এক্সপো

আলো ঝলমলে রাতে শেষ হলো বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ২ ও ৩ নম্বর হলে গত ১৭ মার্চ বসেছিল তিন দিনের এ প্রদর্শনী। গত শনিবার ছিল শেষ দিন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীর।
রাতে ২ নম্বর হলে শুরু হয় গø্যামারস ফ্যাশন শো। ঘণ্টাব্যাপী এ শোতে অংশ নেন দেশসেরা র?্যাম্প মডেলরা। এরপর ‘বেস্ট স্টল’ হিসেবে সেরা ৫টি স্টলকে পুরস্কৃত করা হয়। প্রথম হয়েছে আমিন জুয়েলার্স। পরে মেলায় উপস্থিত সাধারণ মানুষদের কুপন নিয়ে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। এতে তৃতীয় পুরস্কার পেয়েছেন ১০ ভাগ্যবান ব্যক্তি। তাদের প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকা পুরস্কার। দ্বিতীয় পুরস্কার পাওয়া ব্যক্তি পেয়েছেন ৫ লাখ টাকা। আর প্রথম পুরস্কার বিজয়ী আব্দুল কুদ্দুস জিতেছেন ১০ লাখ টাকা।

 

Source: ভোরের কাগজ

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.