Pre-loader logo

শোভাযাত্রায় বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট

শোভাযাত্রায় বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবিত দেশসেরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে ‘স্কিলস কম্পিটিশন ২০১৭’ সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
স্কিলস কম্পিটিশন উপলক্ষে সকালে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ শোভাযাত্রার উদ্বোধন করেন। এতে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটসহ প্রায় ৩৪টি পলিটেকনিক ইনস্টিটিউট অংশগ্রহণ করে। শোভাযাত্রায় বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষে অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিল।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে খুলনার হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া তিনি প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ৫২টি স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘অচিরেই কারিগরি শিক্ষা হবে দেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার। কারিগরি শিক্ষা ছাড়া পৃথিবীতে কোনো জাতি উন্নতি করতে পারেনি। বিশাল জনসংখ্যার এ দেশ এগিয়ে নিতে হলে সবাইকে প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করতেই হবে।’

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.